Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মার্চ ২০২৪

Strengthening the Inspection, Regulatory and Coordinating Function of the Bangladesh Food Safety Authority

 

০১ প্রকল্পের নাম Strengthening the Inspection, Regulatory and Coordinating Function of the Bangladesh Food Safety Authority
০২ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়
০৩ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
০৪ প্রকল্পের উদ্দেশ্য
  • বিএফএসএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং খাদ্যের নিরাপদতা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন;
  • চলমান খাদ্য পরীক্ষা পদ্ধতি পর্যালোচনা এবং খাদ্য পরীক্ষাগারের সহযোগিতা জোরদারকরণ;
  • ফুড বিজনেস অপারেটরদের কার্যক্রম তদারকি/মনিটরিং ও তদারকি ব্যবস্থা উন্নতকরণ:
  • খাদ্যের নিরাপত্তা ব্যবস্থার প্রাতিষ্ঠানিককরণে সহায়তা প্রদান;
  • দেশে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিকরণ;
  •  আন্ত:সংস্থা সহযোগিতা এবং সমন্বয় বৃদ্ধিকরণ;
  • সামগ্রিক কৌশলগত দিকনির্দেশনা প্রদান; এবং
  • বিজ্ঞানভিত্তিক পদ্ধতির সাহায্যে নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সাথে সামঞ্জস্য রেখে খাদ্যের নিরাপদতা ব্যবস্থার আধুনিকায়নে সহায়তা করা।
০৫ প্রকল্পের ধরন কারিগরি
০৬ প্রকল্পের উল্লেখযোগ্য কম্পোনেন্ট পরিদর্শন ও পরীরীক্ষণ কার্যক্রম জোরদারকরণ, প্রশিক্ষণ, নিরাপদ খাদ্য বিষয়ক গাইডলাইন, এসওপি (SOP) প্রস্তুত, ল্যাবরেটরি ম্যানুয়াল, প্রমানভিত্তিক মনিটরিং চালুকরণ, নিরাপদ খাদ্য বিষয়ক প্রচার-প্রচারণা সামগ্রী প্রস্তুত এবং প্রচার, ফুড টেস্টিং রেফারেন্স ল্যাবরেটরি প্রতিষ্ঠার জন্য সম্ভাব্যতা ইত্যাদি
০৭ প্রকল্পের প্রত্যাশিত আউটপুট পরিদর্শন ও পরীরীক্ষণ কার্যক্রম জোরদারকৃত, নিরাপদ খাদ্য বিষয়ক গাইডলাইন, এসওপি (SOP) প্রস্তুতকৃত, প্রমানভিত্তিক মনিটরিং চলমান, নিরাপদ খাদ্য বিষয়ক প্রচার-প্রচারণা সামগ্রী প্রস্তুতকৃত এবং প্রচারিত 
০৮ প্রকল্প এলাকা সারাদেশ
০৯ প্রকল্পের মেয়াদ জুলাই ২০২১ হতে জুন ২০২৬
১০ প্রাক্কলিত ব্যয়

৪২.২২ কোটি টাকা।

জিওবি ১২.৪২ কোটি (২৯.৩৯%) + প্রকল্প সাহায্য ২৯.৮১ কোটি টাকা (৭০.৬%)

১১ প্রযোজ্য ক্ষেত্রে উন্নয়ন সহযোগীর নাম জাইকা
১২ প্রকল্প পরিচালক সম্পর্কিত তথ্য

নাম: মোঃ আখতার মামুন (অতিরিক্ত দায়িত্ব)

সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

কর্মকাল: ১০/০৩/২০২৪ তারিখ হতে অদ্যাবধি 
১৩ প্রকল্প কার্যালয়

বিএসএল অফিস কমপ্লেক্স, ভবন-২ (লেভেল-৪)

১১৯ কাজী নজরুল ইসলাম সড়ক, ঢাকা-১০০০।
১৪ ফোন নম্বর + ৮৮০২-২২২২২৩৪০১
১৫ ই-মেইল secretary@bfsa.gov.bd