০৬-০১-২০২৫ তারিখ জনাব মো: আক্তারুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'দি গ্রেট কাবাব ফ্যাক্টরী, ১০/এ, ধানমন্ডি, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রকাশন তারিখ
: 2025-01-06
০৬-০১-২০২৫ তারিখ জনাব মো: আক্তারুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'দি গ্রেট কাবাব ফ্যাক্টরী, ১০/এ, ধানমন্ডি, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে
০১/রেস্টুরেন্টের রান্নাঘরটি অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পরিচালনা করতে দেখা যায়; কিচেনের সাথে উন্মুক্ত টয়লেট রয়েছে, যাতে কোন সাবান/ হ্যান্ড ওয়াশ নাই, ও অত্যন্ত নোংরা ও স্যাতস্যাতে। কিচেনের অভ্যন্তরে সকল ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় পাওয়া যায়।
০২/ রান্নাঘরের চিলারে ০১ ট্রে ভর্তি জিলাপি এবং ০১ ট্রে ভর্তি শাহী টুকরা কার্বন যুক্ত পুরাতন খবরের কাগজের উপর মজুদ করা অবস্থায় দেখা যায়;
০৩/ মজুদকৃত খাবার যেমন অর্ধ সিদ্ধ / হাফ কুকড কাবাব, রান্না করা মাংস, সাসলিক ইত্যাদি যথাযথ লেবেল সংযোজন ( প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ এর তারিখ) ব্যতিরেকে কাচা ও রক্তযুক্ত মাছ মাংসের সাথে মজুদ করতে দেখা যায়;
উল্লিখিত ০৪ টি অপরাধ নিরাপদ খাদ্য আইন ২৯১৩ এর ৩৩, ৩২, ৩৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অভিযুক্ত ব্যাক্তি উল্লিখিত ০৩টি ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর শুধুমাত্র ধারা ৩৯ ধারায় সংশোধনের শর্তে ১,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।