২৪/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে "নিউ হক ব্রেড এন্ড কনফেকশনারি" ১৩১, কাকরাইল, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রকাশন তারিখ
: 2024-11-24
অদ্য ২৪/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে "নিউ হক ব্রেড এন্ড কনফেকশনারি" ১৩১, কাকরাইল, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে বেকারিটিতে বেশকিছু খাদ্য উপকরণ যেমন: সাদা পাউডার, মোরোব্বা, ক্রিম, মাখন, বাদামের গুড়া এবং তৈরীকৃত বার্গার, রোল ও পেটিস লেবেলবিহীন অবস্থায় ব্যবহার, মজুদ ও বিক্রয় করতে দেখা যায়। ভিতরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিষ্কার যেমন: মেঝেতে বিস্কুট, অস্বাস্থ্যকর অবস্থায় খামির রাখতে দেখা যায়। এছাড়াও প্রতিষ্ঠানটি তাদের বাধ্যতামূলক নিবন্ধন অর্থাৎ ফায়ার লাইসেন্স, পেস্ট কন্ট্রোল প্রমাণক, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানকালে জনাব মেহরীন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য অফিসার (ঢাকা মেট্রো), মাহমুদুল হাছান আনচারী, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি টিম উপস্থিত ছিলেন।