০৩/০২/২০২৫ তারিখ রোজ সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে "কানাই সুইটমিট" সদর রোড, সেবা সংঘের মোড়, নরসিংদী জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রকাশন তারিখ
: 2025-02-19
গত ০৩/০২/২০২৫ তারিখ রোজ সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে "কানাই সুইটমিট" সদর রোড, সেবা সংঘের মোড়, নরসিংদী জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে কারখানাটিতে অত্যন্ত নোংরা অবস্থায় মিষ্টি তৈরী করতে দেখা যায় এবং তা প্রস্তুতকালে খোলা দুধ ও গুড় ব্যবহার করতে দেখা যায়। মিষ্টির শিরায় পোকামাকড় ও উৎপাদন স্থানে খাদ্য কর্মীদের কাপড় ঝুলিয়ে রাখতে দেখা যায়। প্রতিষ্ঠানটির ফ্রিজে যে মিষ্টি ও দই বিক্রয়ের জন্য মজুদ করা ছিল তার কোনটারই কোনপ্রকার উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ এর তারিখ এবং বি.এস.টি.আই অনুমোদন পাওয়া যায় নি। এছাড়াও প্রতিষ্ঠানটি তাদের বাধ্যতামূলক নিবন্ধন অর্থাৎ হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণক ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ১,০০,০০০ (এক লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে জেলা প্রশাসন, নরসিংদী; জনাব ফারজিয়া হক, নিরাপদ খাদ্য অফিসার (নরসিংদী); মো: ওমর আলী, নিরাপদ খাদ্য পরিদর্শক (নরসিংদী) ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং জেলা পুলিশ (নরসিংদী) সদস্যবৃন্দের একটি টিম কোর্টকে সহযোগিতা করেন।