২৫/০৩/২০২৫ খ্রি. তারিখে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাস্থ কাজীরহাট বাজারের 'সুমি ফুড প্রোডাক্টস' এ জনাব মোহাম্মদ মেহেদী হাসান,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা।
প্রকাশন তারিখ
: 2025-03-25
শরীয়তপুরে সেমাই কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ৭০ কেজি অননুমোদিত রংযুক্ত সেমাই ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা
২৫/০৩/২০২৫ খ্রি. তারিখে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাস্থ কাজীরহাট বাজারের 'সুমি ফুড প্রোডাক্টস' এ জনাব মোহাম্মদ মেহেদী হাসান,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব সুব্রত ভট্টাচার্য্য। অভিযানকালে সেমাই উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণস্থলের অপরিচ্ছন্ন পরিবেশ, অনুমোদনহীন রংয়ের ব্যবহার, লেবেলে ভুল তথ্য প্রদান, লেবেলবিহীন পণ্য বিক্রয় ইত্যাদি নিরাপদ খাদ্য আইন-২০১৩ পরিপন্থী কার্যক্রম পরিলক্ষিত ও প্রমাণিত হওয়ায় 'সুমি ফুড প্রোডাক্টস' কে ২০,০০০/- (বিশ হাজার টাকা) জরিমানা আরোপ করে আদায় করা হয়। এছাড়াও অনুমোদনহীন রং মিশ্রিত করে প্রস্তুতকৃত মোট ৭০ কেজি (সত্তর কেজি) সেমাই ও ২ কেজি অনুমোদনহীন রং তাৎক্ষণিকভাবে জব্দ করে ধ্বংস করা হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জনাব ফাতেমা আক্তার, জাজিরা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।