০৪/১২/২০২৪ তারিখ জনাব ইশরাত সিদ্দিকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে হাসান শাহ বেকারি, ৮৪/বি/৩/৪, জাফরাবাদ, মোহাম্মদপুর, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রকাশন তারিখ
: 2024-12-04
অদ্য ০৪/১২/২০২৪ তারিখ জনাব ইশরাত সিদ্দিকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে হাসান শাহ বেকারি, ৮৪/বি/৩/৪, জাফরাবাদ, মোহাম্মদপুর, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কারখানাটিতে অত্যন্ত অপরিষ্কার পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুতকালে ফুড গ্রেডবিহীন রঙ ব্যবহার করা হচ্ছিল এবং প্রস্ততকৃত খাদ্যদ্রব্য মেঝেতে ফেলে রাখতে দেখা যায়। তৈরিকৃত ওভালটিন কেক উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই প্যাকেটজাত করে বিক্রয় এর জন্য মজুদ করে রাখা ছিল। এছাড়াও বেকারিটিতে পাউরুটি উৎপাদন করে বিক্রয় এর জন্য প্যাকেটজাত করা হয় 'DANO' নামে, যার কোন ধরনের নিবন্ধন নেই। এই সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
জনাব মেহরীন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য অফিসার (ঢাকা মেট্রো); জনাব মো: আসলাম ভুইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি টিম কোর্টকে সহযোগিতা করেন।