শরীয়তপুর জেলায় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং প্রায় ৩০ কেজি বাসি ও অননুমোদিত রংযুক্ত মিষ্টি ধ্বংস
২৪/০৩/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে শরীয়তপুর জেলার সদর উপজেলাস্থ মনোহর মোড় এবং আঙ্গারিয়া বাজার এলাকার বিভিন্ন খাদ্যস্থাপনায় জনাব কার্তিক চন্দ্র ঘোষ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, শরীয়তপুর কর্তৃক নিরাপদ খাদ্য আইন-২০১৩ মোতাবেক বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব সুব্রত ভট্টাচার্য্য এবং জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব আবুল হোসেন। উক্ত অভিযান কালে আঙ্গারিয়া বাজারে অবস্থিত 'রাইয়ান মিষ্টান্ন ভান্ডার' এ অস্বাস্থ্যকর পরিবেশ, ফ্রিজে বাসি মিষ্টি সংরক্ষণ, রান্নায় পোড়া তেল ব্যবহার এবং মিষ্টিজাতীয় খাদ্যে অননুমোদিত রং ব্যবহারের মতো নিরাপদ খাদ্য আইন-২০১৩ পরিপন্থী এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ কার্যক্রম পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়। 'রাইয়ান মিষ্টান্ন ভান্ডার' এর ফ্রিজে এবং রান্নাঘরে প্রাপ্ত প্রায় ১৫ কেজি বাসি মিষ্টি, অননুমোদিত রং মিশ্রিত প্রায় ১৪ কেজি মিষ্টিজাতীয় খাদ্য (আমিত্তি ও বুরিন্দা) এবং ৫ কেজি পোড়াতেল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এছাড়াও মনোহর মোড়স্থ ২ টি দোকানে প্রাপ্ত মোট ৮ কেজি পোড়াতেল তাৎক্ষণিক ধ্বংস করা হয়। উক্ত আদালতকে সার্বিকভাবে সহায়তা প্রদান করেন র্যাব ও পুলিশের একটি করে চৌকস দল।