১৩-০২-২০২৫ তারিখ জনাব মাহমুদুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'ফাতেমা সুইটস এন্ড বেকারী, গোড়ান বাজার, খিলগাঁও, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রকাশন তারিখ
: 2025-02-20
গত ১৩-০২-২০২৫ তারিখ জনাব মাহমুদুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'ফাতেমা সুইটস এন্ড বেকারী, গোড়ান বাজার, খিলগাঁও, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে কারখানাটিতে কোন প্রকার অনুমোদন ব্যতীত রুটি, কেক, বিস্কুট, চানাচুর ইত্যাদি খাদ্যপণ্য উৎপাদন করতে দেখা যায় এবং তা উৎপাদন কালে ফুডগ্রেড বিহীন ফ্লেভার, চেরী ব্যবহার করতে দেখা যায়; কারখানায় বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত মিষ্টিতে পোকা, মাছি দেখতে পাওয়া যায়; বিএসটিআইয়ের সনদ সংগ্রহ না করেই বিএসটিআই স্টিকার ব্যবহার করে বিস্কুট ও রুটি বিক্রয় করতে দেখা যায়; কোন প্রকার নিবন্ধন ব্যতীত কারখানাটি পরিচালনা করতে দেখা যায়; রসমালাই ও দই এ কোনপ্রকার লেবেলিং সংযোজন ব্যতিরেখে মজুদ ও বিক্রয় করতে দেখা যাওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ধারা মোতাবেক ১,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
অভিযানকাল জনাব ইসফাক বিন ওয়াহেদ রহিম, মনিটরিং অফিসার; জনাব মাহমুদুল হাছান আনচারী, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।