আজ ২৫/০৯/২০১৯ তারিখ ধানমন্ডির সীমান্ত স্কয়ারে ফুড কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি কর্তৃক ০৫টি এবং এস এম শান্তুনু চৌধুরী কর্তৃক ০৪টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনাকালে Hunger Management, Womens Pride, Fajitas BD, Mr Burger kitchen সহ ০৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য নিরাপদ খাদ্য পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়। Hunger Management এ আধা কড়াই পোড়া তেল ও মেয়াদ উত্তীর্ণ বন্রুটি; Womens Pride এ ময়দার মধ্যে তেলাপোকা, কাঁচা মাংস ও রান্না করা খাবার এক সাথে রাখা; Mr Burger Kitchen এ দুর্গন্ধ যুক্ত খাবার, কাঁচা মাংস ও রান্না করা খাবার এক সাথে রাখা, অপরিচ্ছন্ন রান্নাঘর, রেফ্রিজারেটর ও ওভেন, মেয়াদ উত্তীর্ণ বন্রুটি; Fajitas BD তে অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশ, বাসী পঁচা খাবার পাওয়া যায়। কোনও প্রতিষ্ঠানেই মালিক কে উপস্থিত পাওয়া যায় নি এবং অধিকাংশ ক্ষেত্রে অপ্রাপ্তবয়ষ্ক কর্মচারী দ্বারা দোকান পরিচালিত হতে দেখা যায়। ০৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।