বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পংকজ চন্দ্র দেবনাথ কতৃর্ক ১২/১১/২০১৯ তারিখ রাজধানীর গ্রীনরোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে “অলিভ রেস্টুরেন্ট" এর রান্নাঘরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, রান্নাকৃত খাবার খোলা রাখা, খাবারে পোড়া ও নিম্নমানের তৈল ব্যবহার করা, কর্মচারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় না রাখা, কাপড়ে ব্যবহ্নত রং খাবারে ব্যবহার করা, রেফ্রিজারেটরে কাঁচা মাছ মাংসের সাথে রান্নাকরা খাবার ও আগের দিনের গ্রীলড চিকেন একই সাথে খোলা অবস্থায় পাওয়া যায়। এসকল অপরাধে "অলিভ রেস্টুরেন্ট" কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।