২৪/০৩/২০২৪ তারিখ রোজ সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতনু বড়ুয়া এর নেতৃত্বে সাভার বাসস্ট্যান্ড ও নামা বাজার এলাকায় ২টি রেস্টুরেন্ট এবং ৩টি মিষ্টি তৈরির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রথমেই নামা বাজারের ভিতরে অবস্থিত মনা সাহা ও কালী সাহা নামক দুইটি মিষ্টি তৈরির কারখানা পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছনতার ঘাটতি পরিলক্ষিত হয়, আগের দিনের জমানো গাদ ময়লা অবস্থায় খোলাভাবে মজুদ করতে দেখা যায়।
পরবর্তীতে সাভার বাসস্ট্যান্ডে নিতাই হোটেল, নিহারিকা হোটেলে ও বাফেট লাউঞ্জ পরিদর্শনকালে লেবেলবিহীন বেশকিছু খাদ্যপণ্য মজুদ করতে দেখা যায় এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ, পরিবেশের ছাড়পত্র ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।
সংশোধনের শর্তে আনীত অভিযোগের বিষয়ে ব্যবস্থাপক ও মালিকদের বক্তব্য সন্তোষজনক হওয়ায় তাকে অব্যাহতি প্রদান করা হয়। সংগীয় মনিটরিং অফিসারকে মাইনর ব্যত্যয়সমূহ সংশোধন বিষয়ে একটি কম্পলায়েন্স প্রতিবেদন কোর্টকে দেয়ার জন্য আদেশ করা হয়।
অভিযানকালে জনাব মো: আসলাম উদ্দিন, মনিটরিং অফিসার; জনাব মো: মোজাম্মেল হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক ও অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।