বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে ১৭ আগস্ট ২০২০ তারিখে ‘বৈঠক রেস্টুরেন্ট’ বনানী এফ ব্লক, ঢাকা নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে হালনাগাদ লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, আবশ্যকীয় ক্রয়-বিক্রয় চালান কপিসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর বিধান লঙ্ঘনের নিমিত্তে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও রান্নাঘর এর পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও খাদ্যের নিরাপদতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান সিকদার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।