১৮/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে ইমান্দিপুড়, সাভার, ঢাকাতে শিশু খাদ্য তৈরীর একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা
প্রকাশন তারিখ
: 2024-11-18
অদ্য ১৮/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে ইমান্দিপুড়, সাভার, ঢাকাতে শিশু খাদ্য তৈরীর একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ফ্লেভার এর শিশু খাদ্য (ললি) প্রস্তুত করা হচ্ছে যার কোন ট্রেড লাইসেন্স নেই এবং রোবো (ROBO) নামক ললি কোন রকম অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি করা হচ্ছে। এছাড়াও বেশকিছু খাদ্য উপকরণ যেমন, বিভিন্ন ফ্লেভার, কালার, চিনির মতো দানাদার উপাদান (ললির টেস্ট বাড়ানোতে ব্যবহৃত হয়) লেবেলবিহীন অবস্থায় ব্যবহার ও মজুদ করতে দেখা যায়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং কারখানায় প্রস্তুতকৃত ও প্যাকেট করা প্রায় ১৩০০ প্যাকেট রোবো (ললি) তাৎক্ষণিক ধ্বংস করা হয়।
অভিযানকালে জনাব মো: আব্দুল হান্নান, মনিটরিং অফিসার, মোজাম্মেল হাসান, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি টিম উপস্থিত ছিলেন।