অদ্য ২০-১১-২০২৪ তারিখ জনাব মো: আক্তারুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অর্নেলা সুইটস এন্ড ডেইরী ফার্ম, পূর্ব নাখালপাড়া, তেজগাঁও, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অনিবন্ধিত অবস্থায় কারখানাটি পরিচালনা করতে দেখা যায় অর্থাৎ ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ, পরিবেশ ছাড়পত্র, পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যার্থ, অত্যন্ত নোংরা প্ররিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ, ফুড গ্রেড কালারের পাশাপাশি ইন্ডান্ত্রিয়াল কালারের ব্যবহার, পচাবাসি আউটলেট থেকে ফেরত মিষ্টি পুনব্যবহারের উদ্দেশে সংরক্ষণ এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
এছাড়াও কারখানাটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পরিচালনা; পঁচা-বাসী সন্দেশ, কাচা গোল্লা, ছানা মজুদ করতে দেখা যায়।
অভিযানকালে জনাব ইসফাক বিন ওয়াহেদ বিন রহিম, মনিটরিং অফিসার, জনাব মো: আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।