Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উছেন মে এর নেতৃত্বে সততা সুপার মিট ৩০৩/এ শহীদ নগর,কামরাঙ্গীচর, লালবাগ, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়


প্রকাশন তারিখ : 2021-09-12

১২/০৯/২০২১ খ্রি. তারিখ রোজ রবিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উছেন মে এর নেতৃত্বে সততা সুপার মিট ৩০৩/এ শহীদ নগর,কামরাঙ্গীচর, লালবাগ, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে খাদ্য দ্রব্য প্রবিধান দ্বারা নির্ধারিত বিজ্ঞাপনে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রদান এবং অনিবন্ধিত অবস্থায় মাংস সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্র‍য়ের অপরাধে সততা সুপার মিট কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সততা সুপার মিট কর্তৃপক্ষকে মাংস সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, মাংস সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়। অভিযানকালে সার্বিক সহায়তায় ছিলেন কর্তৃপক্ষের মনিটরিং অফিসার মোঃ আসলাম উদ্দিন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান এবং আইনশৃঙখলা রক্ষায় আনসার বাহিনীর একটি চৌকস টিম। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।