০৮-১২-২০২৪ তারিখ জনাব মো: আক্তারুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'আদি গোল্ডেন ব্রেড এন্ড বিস্কুট, ৬৫/১, রায়েরবাগ, দনিয়া, কদমতলী, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রকাশন তারিখ
: 2024-12-08
০৮-১২-২০২৪ তারিখ জনাব মো: আক্তারুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'আদি গোল্ডেন ব্রেড এন্ড বিস্কুট, ৬৫/১, রায়েরবাগ, দনিয়া, কদমতলী, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায় কারখানাটির মেঝে তেল চিটচিটে ময়লার পুরু স্তর, দেয়াল ও ছাদ থেকে ময়লার ঝুল খসে পড়ছে, মেঝেতে নোংরা ময়দার বস্তার উপর খামির তৈরি, লাড্ডু তৈরি, ফ্লোরে, টেবিলের নিচে ময়লা স্তুপের পাশে কেক সংরক্ষন, উৎপাদিত বেকারি পন্য খোলা অবস্থায় ফ্লোরে রাখা যেখানে ৩/৪ বিড়াল ঘুরাঘুরি করছে, অর্থাৎ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় বেকারি পন্য উৎপাদন ও সংরক্ষণ করতে দেখা যায়।পরিচালনা করতে দেখা যায়।
উল্লিখিত অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক ১,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
এসময় জনাব মেহরীন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য অফিসার (ঢাকা মেট্রো); জনাব মো: মিজানুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।