Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ নভেম্বর ২০২০

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে ০৩ নভেম্বর, ২০২০ তারিখে “প্রিন্স অফ ওয়েলস বেকারি এন্ড কনফেকশনারী” লক্ষ্মীবাজার, ঢাকা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত বেকারীটিতে খাদ্য উৎপাদনে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়। এসকল অপরাধে ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


প্রকাশন তারিখ : 2020-11-04

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে ০৩ নভেম্বর, ২০২০ তারিখে প্রিন্স অফ ওয়েলস বেকারি এন্ড কনফেকশনারীলক্ষ্মীবাজার, ঢাকা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত বেকারীটিতে খাদ্য উৎপাদনে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়। এসময় বেকারী কর্তৃপক্ষ বেকারীর খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, প্রক্রিয়াকরণ, সরবরাহ ও ক্রয় বিক্রয়ের সংশ্লিষ্ট পক্ষগণের রশিদ বা চালান এবং যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সকল কর্মচারীর স্বাস্থ্য সনদ, হালনাগাদ লাইসেন্সসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়। এসকল অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী প্রিন্স অফ ওয়েলস বেকারি এন্ড কনফেকশনারী বেকারীর পরিচালককে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় বেকারী কর্তৃপক্ষকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

অভিযানকালে খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, মনিটরিং অফিসার মোঃ আমিনুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান এবং ব্যাটালিয়ান আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।