Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২০

মোবাইল কোর্ট রিপোর্ট ১৬-০১-২০২০


প্রকাশন তারিখ : 2020-01-16

১৬/০১/২০২০ তারিখ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পংকজ চন্দ্র দেবনাথ কর্তৃক রাজধানীর তেজগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে "Artistic Food” এর রান্নাঘরের রেফ্রিজারেটরে প্রচুর পরিমাণে কাঁচা ও রান্নাকৃত খাবার, স্প্রিংরোল, বাটার ইত্যাদি একই সাথে খোলা অবস্থায় সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও কোন ধরণের লেবেলবিহীন, তারিখবিহীন পাউরুটি, বান ইত্যাদি পাওয়া যায়। পোড়া তৈল ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষিত দেখা যায়। খাবার রাখার স্থানে প্রচুর পরিমানে তেলাপোকা ও ইঁদুরের বিষ্ঠা দেখতে পাওয়া যায়। এসকল অপরাধে "Artistic Food” এর প্রধান বাবুর্চিকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।