সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২০
মোবাইল কোর্ট রিপোর্ট ২ (চট্টগ্রাম মহানগর) ১৯-০১-২০২০ থেকে ২১-০১-২০২০
প্রকাশন তারিখ
: 2020-01-21
জেলা প্রশাসন, চট্টগ্রাম এর সহায়তায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পংকজ চন্দ্র দেবনাথ কর্তৃক ১৯-২১ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
#জিইসি মোড়ে "হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রো" রেস্টুরেন্ট এর রান্নাঘরে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন খাদ্যপোকরণ পাওয়া যায়, কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার রেফ্রিজারেটরে একত্রে খোলা অবস্থায় পাওয়া যায়। এ সকল অপরাধে "হান্ডি ইন্ডিয়ান বেস্ট্রো" রেস্টুরেন্টকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
একই এলাকায় অবস্থিত “হান্ডি” রেস্টুরেন্ট এর রান্নাঘরে এক প্যাকেট মেয়াদোত্তীর্ণ ইস্ট পাওয়া যায়। আগ্রাবাদ এলাকায় অবস্থিত “Lemongrass” রেস্টুরেন্ট এর রান্নাঘরে খাবার খোলা অবস্থায় দেখতে পাওয়া যায়। একই এলাকায় অবস্থিত “Silverspoon” রেস্টুরেন্ট এর রান্নাঘরে এক প্যাকেট মেয়াদেত্তীর্ণ মশলা পাওয়া যায়। ২ নং গেইট এলাকায় অবস্থিত “Senang Bowl” রেস্টুরেন্ট এর রান্নাঘরে মেয়াদোত্তীর্ণ তালমিস্ত্রী পাওয়া যায়। এ সকল বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।
মাননীয় উপদেষ্টা
আলী ইমাম মজুমদার
মাননীয় উপদেষ্টা
খাদ্য মন্ত্রণালয়
সচিব
মোঃ মাসুদুল হাসান
সচিব
খাদ্য মন্ত্রণালয়
চেয়ারম্যান
জাকারিয়া
চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
বিস্তারিত
হটলাইন নম্বর
দুর্যোগের আগাম বার্তা জানার জন্য টোল ফ্রি নম্বর ১০৯০ এ ডায়াল করুন
সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর