১৮-০৩-২০২৫ তারিখ জনাব মাহমুদুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'আহাদ কনজুমার প্রোডাক্টস, উত্তর রায়েরবাগ, যাত্রাবাড়ী, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা
প্রকাশন তারিখ
: 2025-03-18
১৮-০৩-২০২৫ তারিখ জনাব মাহমুদুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'আহাদ কনজুমার প্রোডাক্টস, উত্তর রায়েরবাগ, যাত্রাবাড়ী, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন প্রকার সস, ভিনেগার, কেওড়া জল, সয়া সস বিভিন্ন প্রকার মশলা উৎপাদন এবং গ্লুকোজ-ডি, টেস্টিং সল্ট, কফি পাউডার পুন:মোড়কীকরণ করতে দেখা যায়। এ সময় প্রতিষ্ঠানে প্রক্রিয়াজাতরত অবস্থায় গ্লুকোজ-ডি, মজুদকৃত মিক্স কফি, গোল মরিচের পাউডার এবং কোকো পাউডারের কোন প্রকার অনুমোদন/ল্যাব-টেস্ট রিপোর্ট প্রদর্শনে ব্যর্থ হয়। বিভিন্ন প্রকার মসলার মান পরীক্ষার সনদের মেয়াদ শেষ হয়ে গেছে পরিলক্ষিত হয়। এছাড়াও গ্লুকোজ-ডি নামক পাউডার এর মোড়কে বিএসটিআইয়ের মান পরীক্ষা ব্যতীত বিএসটিআইয়ের স্টিকার ব্যবহার করতে দেখা যাওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ধারা মোতাবেক ১,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
অভিযানকাল জনাব ইসফাক বিন ওয়াহেদ রহিম, মনিটরিং অফিসার; জনাব মাহমুদুল হাছান আনচারী, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।