বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হোসনে আরা পপি’র নেতৃত্বে আজ ২৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ঢাকার ধানমন্ডির কড়াই গোসত নামক রেস্টুরেন্ট এ মোবাইল কোর্ট পরিচালনাকালে রান্নাঘরে নোংরা চপবোর্ড, মরিচাধরা ফ্রিজ, প্যাকেট বিহীন সবজি সংরক্ষণ, সকল হাঁড়িপাতিল ভাঙ্গা, ফ্রিজে তেলাপোকা, কর্মচারীদের হাতে গ্লাভস ও নির্দিষ্ট কন পোশাক ব্যতিত কর্মরত দেখা যাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় নিয়মিত মামলা দায়েরের জন্য আসলাম ভুঁইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন কে নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউশন হিসেবে সহায়তা করেছেন সঙ্গীয় ঢাকা মেট্রোপলিটন এর পুলিশ ফোর্স।
উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।