Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০২০

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোবাশ্বের আলম এর নেতৃত্বে ১২ মার্চ, ২০২০ রাজধানীর মিরপুর-২ এলাকায় ‘পূর্ণিমা রেস্তোরাঁ’তে মোবাইল কোর্ট পরিচালনাকালে রান্নাঘরে মানসম্মত পরিবেশ পাওয়া না যাওয়ায় ও কর্মীদের হালনাগাদ স্বাস্থ্য সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ১,০০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।


প্রকাশন তারিখ : 2020-03-15

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোবাশ্বের আলম এর নেতৃত্বে ১২ মার্চ, ২০২০ খ্রিঃ তারিখে রাজধানীর মিরপুর-২ এলাকায় ‘পূর্ণিমা রেস্তোরাঁ’তে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনাকালে ‘পূর্ণিমা রেস্তোরাঁ’র এর রান্নাঘরে মানসম্মত পরিবেশ পাওয়া যায়নি এবং রেস্টরেন্ট কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত তাদের কর্মীদের হালনাগাদ স্বাস্থ্য সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এ সকল অপরাধে  ‘পূর্ণিমা রেস্তোরাঁ’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দ্রুত মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।

 

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মিজানুর রহমান সিকদার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।