বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শম্পা কুন্ডু এবং জনাব এস এম শান্তুনু চৌধুরী কর্তৃক ফরাশগঞ্জ, শ্যামবাজার এ মোবাইল কোর্ট পরিচালনাকালে কুমিল্লা বাণিজ্যালয় এ ৩৫০ কেজি এবং ভাই ভাই ট্রেডার্স এ ৫৫০ কেজি সীসাযুক্ত হলুদ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠান দুটির প্রত্যেককে ৪,০০,০০০/- ( চার লক্ষ টাকা) করে মোট ৮,০০,০০০/- (আট লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে সহায়তা করেছেন মোহাঃ কামরুল হাসান ও মীর মাসুম আলী, (নিরাপদ খাদ্য পরিদর্শক), মোহাম্মদ আরিফুল ইসলাম (রিসার্চ অফিসা্র, আইসিডিডিআরবি), মোহাম্মদ তৌহিদুল ইসলাম (মেডিকেল টেকনোলজিস্ট) এবং ঢাকা ব্যাটালিয়ন আনসার এর সদস্যবৃন্দ।
উক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে নিরাপদ খাদ্য বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।