২২/০৪/২০২৫ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হাসান এর নেতৃত্বে "রেইনি রুফ লিমিটেড" ৭-৯ কাওরান বাজার বি টি এম সি ভবন (১১ তলা), তেজগাঁও, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা
প্রকাশন তারিখ
: 2025-04-22
২২/০৪/২০২৫ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হাসান এর নেতৃত্বে "রেইনি রুফ লিমিটেড" ৭-৯ কাওরান বাজার বি টি এম সি ভবন (১১ তলা), তেজগাঁও, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে রেস্টুরেন্টটির ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ টক দই, ফিস ফিংগার, পাস্তা, প্রসেস ফুড মজুদ করতে দেখা যায়। নষ্ট রেফ্রিজারেটর যা হতে ফ্রিজের পানি পড়ছিল তাতে যথাযথ লেবেল সংযোজন ব্যতিরেখে কাঁচা ও রান্নাকরা খাবার যেমন:- মাছ, মাংস, মেরিনেটেড চিকেন, স্প্রিং রোল, ভেজিটেবল এবং বিভিন্ন ধরনের মসলা যথাযথভাবে না ঢেকে মজুদ এবং ব্যবহার করতে দেখা যায়। রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে অত্যন্ত নোংরা ও অপরিস্কার অবস্থায় তেলাপোকার উপস্থিতি দেখতে পাওয়া যায় স্টোরে সংরক্ষিত খাবারে তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করা যায়।এছাড়াও প্রতিষ্ঠানটি তাদের বাধ্যতামূলক নিবন্ধন অর্থ্যাৎ রেস্তোরাঁ নিবন্ধন সনদ, পরিবেশ ছাড়পত্র, প্রিমিসেস লাইসেন্স ও খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০ (দুই লক্ষ টাকা) অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানকালে জনাব মো: আব্দুল হান্নান, মনিটরিং অফিসার, জনাব মো: আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি টিম উপস্থিত ছিলেন।