২০-০১-২০২৫ তারিখ জনাব মাহমুদুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ' রানী ফুডস ইন্ড্রাস্টিজ লিমিটেড' বাহাদুরপুর, মির্জাপুর, গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রকাশন তারিখ
: 2025-01-20
২০-০১-২০২৫ তারিখ জনাব মাহমুদুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ' রানী ফুডস ইন্ড্রাস্টিজ লিমিটেড' বাহাদুরপুর, মির্জাপুর, গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রতিষ্ঠানটিতে নোংরা ও অপরিচ্ছন্নতা পরিলক্ষিত হয়।মেঝে, দেয়ালে ও ব্যবহার্য বিভিন্ন উপকরণে ময়লার স্তর পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের পরিস্কার পরিচ্ছন্নতার অভাব দেখা যায়। উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ যথাযথ লেভেল বিহীন অবস্থায় পাওয়া যায়। মেয়াদউত্তীর্ণ ঘি উৎপাদনে ব্যবহার করতে দেখা যায়।মেয়াদউত্তীর্ণ, অপরিস্কার ও ব্যবহৃত বিভিন্ন উপকরণ একই সাথে সংরক্ষণ করতে দেখা যায়। বিভিন্ন পণ্যের বিএসটিআই এর অনুমোদন থাকলেও অনুমোদনবিহীন অন্যান্য পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। এছাড়াও কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ধারা মোতাবেক ৩,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে অর্থদন্ড আদায় করা হয়।
অভিযানকালে জনাব ফারজানা ইয়াসমিন সোনিয়া, নিরাপদ খাদ্য অফিসার, গাজীপুর, জনাব খাদেমুল ইসলাম নিরাপদ খাদ্য পরিদর্শক, গাজীপুর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং গাজীপুর জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।