বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হোসনে আরা পপি'র নেতৃত্বে ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ঢাকা মহানগরীর গোলাপবাগ বিশ্বরোড, যাত্রাবাড়ি এলাকার ভূতের বাড়ি নামক রেস্টুরেন্ট- এ মোবাইল কোর্ট পরিচালনাকালে খাবারে নাম ঠিকানাবিহীন রঙ্গের ব্যবহার, ফ্রিজে অপরিস্কারভাবে ঢাকনাবিহীন কাঁচা মাংস ও রান্না করা মাছ-মাংস একসাথে সংরক্ষন, ফ্রিজে উচ্ছিষ্ঠ ঢাকনাবিহীন চিকেন ফ্রাই এবং চিকেনের ঠিক উপরে অন্য বক্সে কাঁচা মরিচ সংরক্ষন, ঢাকনাবিহীন ভাত ও রান্না করা তরকারি সংরক্ষন, বিরিয়ানিতে কেউরা জল ব্যবহার, গ্লাবসবিহীন ও নোংরা এপ্রোন পরিহিত অবস্থায় কর্মচারীদের রান্নার কাজ করা, আইনের অধীনে নিবন্ধিত ব্যবসার কোন সনদপত্র প্রদর্শন করতে না পারা, কিচেন কোথায় জানতে চাওয়া হলে মিথ্যা তথ্য দিয়ে প্রবেশে বাধাঁ সৃষ্টি করে মোবইল কোর্টে বাধাঁ প্রদান, খোলা খাবারের পাশে ঢাকনাবিহীন ডাস্টবিন রাখা ইত্যাদি অপরাধে উক্ত প্র্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর আওতায় ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে সহায়তা করেছেন মোহাঃ কামরুল হাসান, নিরাপদ খাদ্য পরিদর্শক, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ফোর্স। উক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে নিরাপদ খাদ্য বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।