নিউ গুলশান প্লাজা রেস্তোরাঁ
কর্মীদের স্বাস্থ্যসনদ পাওয়া যায়নি, খাবার প্যাকেজিং এ স্ট্যাপলার পিন ব্যবহার করা হয়, অত্যন্ত নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ করা হয়, রান্নাঘরে পর্যাপ্ত জায়গা নেই। এসকল অপরাধে “নিউ গুলশান প্লাজা রেস্তোরাঁ” কে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দি নিউ গুলশান প্লাজা রেস্তোরাঁ
অন্য একটি রেস্তোরাঁ থেকে রান্না করা খাবার এনে পরিবেশন করা হয়, মজুদকৃত কিছু পণ্যের মেয়াদ প্রদর্শন করতে পারেনি, খাবার প্যাকেজিং এ স্ট্যাপলার পিন ব্যবহার করা হয়, অত্যন্ত নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ করা হয়। এসকল অপরাধে “দি নিউ গুলশান প্লাজা রেস্তোরাঁ” কে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ মিজানুর রহমান এবং ব্যাটালিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।