Wellcome to National Portal
  • 2024-10-24-11-09-3ed945eec7f29745388960d2907599c4
  • 2024-10-24-11-10-9c74f3597d591b28f67dfc7379fa7f02
  • 2024-03-14-08-29-6eaf9a1016951b3ee01d643d58b629e7
  • 2022-08-17-05-43-de081f55027b8e362cf63abd036f2710
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হোসনে আরা পপি’র নেতৃত্বে আজ ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে স্পাইসি রমনা, ধানমণ্ডি এর বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর এবং ৩৩ ধারায় ৪,০০,০০০/-( চার লক্ষ টাকা মাত্র) অর্থদণ্ড প্রদান করা হয়।


প্রকাশন তারিখ : 2019-09-23

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হোসনে আরা পপি'র নেতৃত্বে আজ ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ঢাকা ধানমন্ডি এলাকার স্পাইসি রমনা নামক প্রতিষ্ঠান- এ মোবাইল কোর্ট পরিচালনাকালে নোংরা ও অপরিস্কার পরিবেশ, রান্নাঘরে খোলা ডাস্টবিন, ফ্রিজে মেরিনেট করা ও কাঁচা মাংস ঢাকনাবিহীন একসাথে রাখা, ফ্রিজে ১১.৫ ডিগ্রী সেলসিয়াস এর উপরে পাস্তুরিত দুধ সংরক্ষন, রান্নাঘরের মেঝের ড্রেনের উপর ঢাকনাবিহীন খাবার রাখার অপরাধে উক্ত প্র্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউশন হিসেবে সহায়তা করেছেন মাহমুদুল হাছান আনছারী, নিরাপদ খাদ্য পরিদর্শক, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।

উক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে নিরাপদ খাদ্য বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

70540812_2416485075339940_544059742360698880_o 69595478_2416485375339910_1547570231071735808_o 70627437_2416485145339933_5288675239117455360_o 70673713_2416485192006595_3813170388859355136_o