Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০১৯

৩৩৩ নম্বরে অভিযোগের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী এর নেতৃত্বে ২১/১১/২০১৯ তারিখ গ্রীন রোডের “নূর বিরিয়ানি হাউস” এ অভিযানকালে সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ছিল। শুধুমাত্র একটি প্যাকেটে কিছু পঁচা শসা পাওয়া যাওয়ায় ম্যানেজারকে সতর্ক করা হয়।


প্রকাশন তারিখ : 2019-11-21

৩৩৩ নম্বরে অভিযোগের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী এর নেতৃত্বে ২১/১১/২০১৯ তারিখ গ্রীন রোডের “নূর বিরিয়ানি হাউস” এ অভিযানকালে কোন খাদ্য প্রস্তুত করতে দেখা যায় নি শুধুমাত্র খাদ্য (বিরিয়ানী) বিক্রয় করতে দেখা যায়। সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ছিল। শুধুমাত্র একটি প্যাকেটে কিছু পঁচা শসা পাওয়া যায়। এ ব্যাপারে ম্যানেজারকে সতর্ক করা হয়।


এছাড়া ৩৩৩ নম্বরে আরেকটি অভিযোগের ভিত্তিতে গ্রীন রোড, কাঁঠাল বাগান, মুক্তি ব্লাড ব্যাংক এর গলিতে, এপিক ভবনের সামনে সিআইসি ফুড/তাকওয়া ফুড/জান্নাত কেটারিং নামে কোন দোকান/প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি।