বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পংকজ চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ২৩ জুলাই ২০২০ খ্রি. তারিখে রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত “মীনা বাজার” সুপার শপে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রচুর পরিমাণে পাস্তুরিত দুধ,দই এবং পনির সংরক্ষণের নির্ধারিত তাপমাত্রার তুলনায় অধিক তাপমাত্রায় সংরক্ষিত অবস্থায় পাওয়া যায় যা উল্লিখিত খাদ্যের গুণাগুণ বিনষ্ট করে। সংরক্ষণের নির্ধারিত তাপমাত্রার চেয়ে অধিক তাপমাত্রায় দুগ্ধজাত খাদ্যদ্রব্য সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩,০০,০০০/-(তিন লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান সিকদার এবং ব্যাটালিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।