Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০২৪

২৫/০১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. আক্তারুজ্জামান এর নেতৃত্বে নোয়াখালী সদরের "আলিফ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার, আয়োজন বেকারী এবং আমানিয়া হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা


প্রকাশন তারিখ : 2024-01-25
২৫/০১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. আক্তারুজ্জামান এর নেতৃত্বে নোয়াখালী সদরের "আলিফ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার, আয়োজন বেকারী এবং আমানিয়া হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আয়োজন বেকারী পরিদর্শনকালে অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাউরুটি, বিস্কুট, দই ও মিষ্টি তৈরি করতে দেখা যায়। পাশাপাশি পোড়া তেল, মেয়াদ ও লেবেলিং ব্যতীত রঙ ও খাদ্য সংযোজকদ্রব্য, খোলা ও অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্যপণ্য ফ্রিজে ও স্টোরে সংরক্ষণ করতে দেখা যায়। এময় বিভিন্ন পরিমাণের ফাঙ্গাসযুক্ত বাদাম, মেয়াদছাড়া খাদ্য সংযোজকদ্রব্য, লেবেলবিহীন রঙ, সেমাই, মিষ্টি এবং কেক জব্দ ও ধ্বংস করা হয়।
এসকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
আলিফ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার এবং আমানিয়া হোটেল অভিযানকালে প্রতিষ্ঠান দুইটির ফ্রিজে এবং স্টোরে লেবেলবিহীন প্রচুর খাদ্য মজুদ করতে দেখা যায়। প্রতিষ্ঠান দুইটি তাদের প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। পাশাপাশি স্থাপনা দুইটি থেকে প্রচুর মেয়াদউত্তীর্ণ, এবং লেবেলবিহীন খাদ্যপন্য ধংস ও জব্দ করা হয়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠান দুইটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন জনাব আফিফা ছিদ্দিকা, নিরাপদ খাদ্য অফিসার, নোয়াখালী ; জনাব এস এম শওকত আলী, নিরাপদ খাদ্য পরিদর্শক, নোয়াখালী ; ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এসময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন নোয়াখালী পুলিশের চৌকস টিম।
May be an image of 1 person and fondue
No photo description available.