বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম শান্তুনু চৌধুরী’র নেতৃত্বে ২০ অক্টোবর ২০১৯ তারিখে ঢাকা মহানগরীর রোড - ১১ , বনানী এলাকার সাজনা- নামক রেস্টুরেন্ট এ মোবাইল কোর্ট পরিচালনাকালে রান্নাঘরে নোংরা পরিবেশ, রেফ্রিজারেটরে মেরিনেট করা কাঁচা মাংসের সাথে দইবড়া খোলা অবস্থায় রাখা, মেয়াদউত্তীর্ণ ভ্যানিলা এসেন্স, ষ্টোররুমে তেলাপোকা ইত্যাদি পাওয়ার অপরাধে উক্ত প্র্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অর্থদন্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে সহায়তা করেছেন মীর মাসুম আলী, নিরাপদ খাদ্য পরিদর্শক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার এর সদস্যবৃন্দ।
উক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে নিরাপদ খাদ্য বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।