Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০২০

মোবাইল কোর্ট রিপোর্ট (‘বার্গার কিং’ ও ‘স্বপ্ন সুপার শপ’ , গুলশান-২)


প্রকাশন তারিখ : 2020-09-10

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে ০৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে বার্গার কিং গুলশান-২, ঢাকা মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে  বার্গার কিং এর রান্নাঘর ও খাদ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায়। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোন কার্যক্রম পরিলক্ষিত হয় নি। খাদ্যের নিরাপদতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

এছাড়াও একই এলাকায় “স্বপ্ন সুপার শপ” পরিদর্শনকালে তাদের শপে কোন মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়নি। সুপারশপটির বিভিন্ন চিলার ও রেফ্রিজারেটরের তাপমাত্রা পরিমাপ করা হয়। চিলার ও রেফ্রিজারেটরের তাপমাত্রা নিরাপদ সীমার মধ্যে পাওয়া যায়। এছাড়াও খাদ্যের নিরাপদতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মীর মাসুম আলী এবং ব্যাটালিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।