১২-০১-২০২৫ তারিখ জনাব ইশরাত সিদ্দিকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'ওকে লজেন্স ফ্যাক্টরী' এবং 'ইপসী লজেন্স ফ্যাক্টরী' নামক দুইটি চকলেট উৎপাদন প্রতিষ্ঠান, ভাগলপুর লেন, হাজারীবাগ, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রকাশন তারিখ
: 2025-01-12
১২-০১-২০২৫ তারিখ জনাব ইশরাত সিদ্দিকা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'ওকে লজেন্স ফ্যাক্টরী' এবং 'ইপসী লজেন্স ফ্যাক্টরী' নামক দুইটি চকলেট উৎপাদন প্রতিষ্ঠান, ভাগলপুর লেন, হাজারীবাগ, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ওকে লজেন্স ফ্যাক্টরি:
মোবাইল কোর্ট পরিচালনাকালে ফ্যাক্টরীটির খাদ্যকর্মীদের খালি হাতে চকলেট প্যাকেজিং করতে দেখা যায়; চকলেট উৎপাদনস্থলে খাদ্য কর্মীদের পরিধেয় ময়লা পোশাক টানিয়ে রাখতে দেখা যায়; কারখানাটি অত্যন্ত নোংরা অবস্থায় পরিচালনা করতে দেখা যায়; যেসকল ফ্লেভার ব্যবহার করা হচ্ছে সেগুলোর মোড়কে ময়লার স্তর পরে যাওয়ায় উৎপাদনকারীর নাম, ঠিকানা, মেয়াদ কোন কিছুই স্পষ্ট ছিলো না; ফ্লেভার ক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হয় এছাড়াও 'Pulse', 'Love candy', 'Kopiko', 'Hajmi' তৈরী করা হচ্ছিল যার কোনপ্রকার অনুমোদন নেই।
ইপসী লজেন্স ফ্যাক্টরি:
মোবাইল কোর্ট পরিচালনাকালে ফ্যাক্টরীটির চকলেট উৎপাদনস্থলে খাদ্য কর্মীদের পরিধেয় ময়লা পোশাক টানিয়ে রাখতে দেখা যায়; কারখানাটি অত্যন্ত নোংরা অবস্থায় পরিচালনা করতে দেখা যায়; এক ধরনের রঙ ব্যবহার করতে দেখা যায় যার কোন মোড়ক বা যথাযথ প্যাকেজিং ছিলো না; ফ্লেভার ক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হয়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ধারা মোতাবেক দুইটি প্রতিষ্ঠানযে ১,০০,০০০/- করে মোট ২,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে জনাব মো: আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শকসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি টিম উপস্থিত ছিলেন।