Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ফেব্রুয়ারি ২০২০

মোবাইল কোর্ট রিপোর্ট ০৬-০২-২০২০


প্রকাশন তারিখ : 2020-02-06
০৬/০২/২০২০ তারিখ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম শান্তুনু চৌধুরী কর্তৃক মিরপুর-০২ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। #পিজ্জাবার্গ এর রান্নাঘরে অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায় এবং লেবেলিং সহ অধিকাংশ বিধি-বিধান তারা মেনে চলছে, যা প্রশংসনীয়। #ইনএন্ডআউট এর রান্নাঘরে মোটামুটি পরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায়। #চিজফ্যাক্টরি এর রান্নাঘরে পরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেলেও ০৩ প্যাকেট গতকাল মেয়াদোত্তীর্ণ তরল দুধ পাওয়া যায়। এ বিষয়ে তাদের সতর্ক করা হয়। #রোজফুডভিলেজ এর রেফ্রিজারেটর সমূহ কিছুটা অপরিচ্ছন্ন থাকলেও কোন খাবার তাতে পাওয়া যায়নি অর্থাৎ তারা পুরনো খাবার সংরক্ষণ করেন না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পংকজ চন্দ্র দেবনাথ কর্তৃক “হক বিস্কুট” ফ্যাক্টরি, তেজগাঁও এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে উক্ত ফ্যাক্টরিতে তুলনামূলক পরিচ্ছন্ন পরিবেশ পরিলক্ষিত হয়। কিছু মেয়াদোত্তীর্ণ ফ্লেবারিং এজেন্ট পাওয়া যায় যা ল্যাব ওয়ার্কের জন্য রাখা ছিল বলে কর্তৃপক্ষ দাবী করেন। এছাড়াও কিছু মিস লেবেলিংকৃত এডেটিভস্ পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ দ্রব্যসমূহ ধ্বংস করা হয় এবং এ বিষয়ে কতৃর্পক্ষকে সতর্ক করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান শিকদার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।