৫ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন দেওদিঘী বাজারের পূর্ব পাশে একটি আবাসিক ভবনে বাধ্যতামূলক নিবন্ধনের ব্যত্যয় ঘটিয়ে নিম্নমানের এবং ভেজাল সয়াবিন তৈল উৎপাদন এবং বাজারজাতকরণের দায়ে 'রূপচান' নামক তৈল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ফারিস্তা করিম, সহকারী কমিশনার (ভূমি), সাতকানিয়া, চট্টগ্রাম-এর নেতৃত্বে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।
প্রকাশন তারিখ
: 2025-03-05
গতকাল (৫ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন দেওদিঘী বাজারের পূর্ব পাশে একটি আবাসিক ভবনে বাধ্যতামূলক নিবন্ধনের ব্যত্যয় ঘটিয়ে নিম্নমানের এবং ভেজাল সয়াবিন তৈল উৎপাদন এবং বাজারজাতকরণের দায়ে 'রূপচান' নামক তৈল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ফারিস্তা করিম, সহকারী কমিশনার (ভূমি), সাতকানিয়া, চট্টগ্রাম-এর নেতৃত্বে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।
এসময় প্রায় তিন হাজার পাঁচশত লিটার খোলা ও বোতলজাত তেল জব্দ করা হয়। দীর্ঘদিন যাবৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে নকল সয়াবিন তৈল বাজারজাত করছিল।
উল্লেখিত অপরাধসমূহ আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মো. ইউনুসকে নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং দন্ডিত আসামীর সহযোগী মোঃ ইসহাক নামের অপরজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শককে নির্দেশনা প্রদান করেন।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম আইনশৃঙ্খলামূলক সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।